আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩৪

আরবপুরে মুক্তিযোদ্ধা মফিজের বাড়ি সন্ত্রাসীদের বোমা বিস্ফোরন

আরবপুর খোলাডাঙ্গায় মুক্তিযোদ্ধা সাবেক আওয়ামীলীগ নেতা মরহুম মফিজ চেয়ারম্যানের বাড়িতে একাধিক বোমার বিস্ফরন ঘটায় সন্ত্রাসী কালো জনি গ্রুপ।
স্থানীয় সুত্রে জানা যায় মফিজ চেয়ারম্যানের ছেলে শাওন খোলাডাঙ্গাস্থ নিজেস্ব জমিতে প্লট আকারে জমি বিক্রয় শুরু করেন।এক পর্যায়ে বহু মামলার আসামী শিশু ধর্ষন মামলার আসামী কালো জনি গ্রুপ শাওনের কাছে ১০ লক্ষ্য টাকা চাঁদা দাবি করেন।কিন্তু মুক্তিযোদ্ধা মফিজ চেয়ারম্যানের ছেলে শাওন চাঁদা দিতে অস্বিকৃতি জানায়।সন্ত্রাসী কালো জনি গ্রুপ চাঁদার টাকা না পেয়ে শাওনের প্লট বিক্রয় বন্ধ করে দেয়।আজ সব্ধা ৬.৩০ সময় সন্ত্রাসী কালো জনি শক্তি গাজী সহ একাধিক সন্ত্রাসী শাওনের বাড়িতে চাঁদা আনতে যায়।শাওন চাঁদার টাকা দিতে না চাইলে।মরহুম মুক্তিযোদ্ধা মফিজ চেয়ারম্যানের ছেলে শাওনের বাড়ি ৭/৮ টি বোমা বিস্ফোরন ঘটায়।বোমার শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পরে।এক পর্যায়ে এলাকাবাসী র ধাওয়ায় সন্ত্রাসী কালো জনি নয়ন নামের নামের স্থানীয় একজন ছেলেকে হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নয়ন যশোর জেনারেল হসপিটালে চিকিংসাধীন।যশোর জেলারেল হসপিটালের জরুরি বিভাগের চিকিৎসক জানান নয়নের হাতে ছুরির আঘাত লাগে নয়ন এখন আশংকামুক্ত।আরবপুরের স্থানীয় এলাকাবাসী বহু মামলার আসামী শিশু ধর্ষনকারী সন্ত্রাসী কালো জনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এসপি প্রলয় কুমার জোয়াদ্দার হস্থক্ষেপ কামনা করছে

ডিবি পুলিশের একটি টীম বোমা বিস্ফোরনের আলামত সংগ্রহ করে।সন্ত্রাসী কালো জনিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে ডিবি পুলিশ জানায়।

আরো সংবাদ