আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৪৮

আরবপুরে লকডাউনে থাকা চা দোকানীদের মাঝে শাহারুল ইসলামের ত্রাণ সহায়তা প্রদান

খানজাহান আলী 24/7 নিউজ ।। চা বিক্রি করে যাদের সংসার চলে তাদের পাশে দাড়িয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলাম।

তিনি বলেছেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ গ্রামপুলিশদের সহযোগিতায় লকডাউনে থাকা সকল বাড়িতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে । এর আগে প্রথমে ইউনিয়নব্যাপী সকল ভিক্ষুকদের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছি। ইউনিয়নের সকল চায়ের দোকানদারদের মাঝেও খাবার পৌছে দেওয়ার চেষ্টা করছি।

শাহারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা দেশের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে বের হতে অনুরোধ জানিয়েছেন। দেশের সকল শ্রেনি-পেশার মানুষদের ঐক্যবদ্ধভাবে এই মহামারি মোকাবেলা করতে হবে। চায়ের দোকানে জনসমাগম বেশি হয়। সকল চায়ের দোকান বন্ধ রাখতে পারলে করোনা সংক্রমন ঝুঁকি কমবে। সেজন্যই ইউনিয়নের সকল চায়ের দোকানদারদেরকে ত্রাণ সহায়তার আওত্তায় আনছি।

শনিবার (৭ জুলাই) যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা বাজারে লকডাউনের ক্ষতিগ্রস্ত চায়ের দোকানদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ০৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শওকত আলী, আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নূর ইসলাম নূর, আরবপুর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুক খান সহ প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত