আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৫১

আরবপুরে ৮ নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন, সভাপতি তালেব -সম্পাদক উজ্জল।

স্টাফ রিপোর্টার :: যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কণ্ঠভোটে আবু তালেব গাজী সভাপতি ও উজ্জল রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আবু তালেব গাজী ,উজ্জল রহমান

আজ শনিবার বিকাল ৫ টায় সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পতেঙ্গালীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আরবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার মোড়লের সভাপতিত্বে এবং  সাধারন সম্পাদক আবু তালেব গাজীর পরিচালনায় সাবেক ছাত্রলীগ নেতা আক্তার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সভাপতি মোহিত কুমার নাথ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহ্বায়ক একরামুল কবির রবিউল, জেলা কৃষকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতলেব বাবু  সম্মেলনটির উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা আরবপুর ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক  আব্দুল মালেক ঝন্টু।

প্রধান অতিথির বক্তব্যে মোহিত কুমার নাথ বলেন আমাদের দলের যারা লুটপাটের সাথে জড়িত যারা অন্যের জমি দখল করে এসব মানুষ যেন নেতৃত্বে আসতে না পারে সেদিকে আপনারা বুঝেশুণে সিদ্ধান্ত নিবেন। এমন নেতা বানাইয়েন না যারা সম্মেলনের পর রাস্তায় বসে থাকবে যে, কখন কিছু অর্থ নিয়ে আসবে। আজকের সম্মেলনের মাধ্যমে আরবপুর ইউনিয়ন একটি রোল মডেল সৃষ্টি করলো ইতিপূর্বে এমন সম্মেলন কেউ দেখে নাই।আপনারা কোথাও দেখেছেন ওয়ার্ডের সম্মেলণে জাতীয় পতাকা উত্তোলণ করা হয় ? হাজার হাজার মানুষের সমাগম হয়।শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখড়ে নিয়ে যাচ্ছেন, আপনারা দেখেছেন পদ্মা সেতু আজ দৃশ্যমান, মেট্রোরেল নির্মানের কাজ দ্রুত গতীতে এগিয়ে চলছে। কত ষড়যন্ত্রের নিল নঁকশা তৈরি হয়েছে আপনারা সেটাও দেখেছেন। আপনাদের একতা আর নেত্রীর দৃঢ় অবস্থান বাংলাদেশকে পাতাল রেলের যুগে প্রবেশ করাতে যাচ্ছে। আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনা। আওয়ামী লীগের শক্তি আপনারা, আওয়ামী লীগের শক্তি তৃণমূল আওয়ামী লীগ।

আরও পড়ুন : মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা।

প্রধান বক্তার বক্তব্যে শাহারুল ইসলাম আওয়ামীলীগের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অতিতেও এই ইউনিয়নে নেতৃত্ব আপনারা দেখেছেন কিন্তু আমরা ক্ষমতায় আসার পর কারও মা হাসপাতালের বিছানায় ঢুকরে কেঁদে মরেনি, কারও বৃদ্ধ বাবা জেলখানার ঐ আমতলায় বসে হাউহাউ করে কাঁদেনি। রাজনীতি একটি সভ্য ও পবিত্র জিনিস ,রাজনীতি অত্যাচার করার জন্য না , রাজনীতি দখলবাজী করার জন্য না, রাজনীতি চাকরি দেয়ার নামে টাকা আয় করার জন্য না, রাজনীতি সালিশ করে টাকা নেয়ার জন্য না। রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়াবার জন্যে , আমরা শাহীন চাকলাদারের নেতৃত্বে এই যশোরের সকল ইউনিটের সকল তৃণমূলের আত্মার গহীনে প্রবেশের চেষ্টা করেছি । এগার বছরে অনেক অশুভ শক্তি আমাদের রুখতে চেষ্টা করেছে তাঁরা পারেনি ভবিষ্যতেও পারবেনা ,কারণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা জানেন আমরা যশোর সদরে আমরা একটি রাজনৈতিক মডেল করতে চাই। চলমান সদস্য সংগ্রহ কুপন (বঙ্গবন্ধুর রক্তের সিল সম্বলিত) বিতরণ সম্পর্কে শাহারুল ইসলাম বলেন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যারা চলেছে এবং চলছে এ কুপন পাবে ঐ লেকটি যে লোকটি আজকে পর্যন্ত আওয়ামীলীগের জন্য নির্যাতন নিপিড়ন সহ্যকরে দলকে টিকিয়ে রেখেছে।

আরো সংবাদ