আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১২

আরবপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেন শাহারুল ইসলাম।

যশোর প্রতিনিধিঃ যশোর সদরের আরবপুর ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার ৯নং আরবপুর ইউনিয়ন পরিষদের ২৫০০ পড়িবারের মাঝে ডিজিটাল পাল্লা দিয়ে মেপে জনপ্রতি ১০কেজি করে এই চাল বিতরণ করা হয়।

যশোর সদর উপজেলার সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম নিজে উপস্থিত থেকে এই চাউল বিতরণ করেন। এসময় ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম প্রধানমন্ত্রীর জন্য সকলের নিকট দোয়া চান এবং সকলের উদ্দেশ্যে বলেন দূর্যোগের এই সময়ে আমাদের ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী ৩ হাজারের বেশি শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করেছেন।  বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা ভাতা হিসাবে ২৩০০ লোককে ৩০০০/৪৫০০ করে টাকা প্রদান করেন, আরবপুর ইউনিয়ন ৮৪জন নারীর প্রতিজনকে ৯৬০০ টাকা একসাথে প্রদান করার মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা বিতরণ করেন। প্রতিমাসে ৮০০ করে তিনমাস পর পর ২৪০০ টাকা করে প্রতিজন নারীকে ২ বছরে মোট ২৮,৮০০ টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করেন। ১০০০ মানুষকে ২৫০০ করে ২৫ লক্ষ টাকা ও জমি আছে ঘর নেই প্রকল্প- ২ আমাদের ইউনিয়ন ২৫ টি ঘর দিয়েছে। এছাড়াও সরকারের অন্যান্য উন্নয়নের তথ্য তুলে ধরেন। সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি তার বক্তব্য শেষ  করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ঝন্টু, ইউনিয়ন সচিব ডালিয়া, যুবলীগ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, যুবলীগ নেতা শুকুর আলী, আশরাফুল ইসলাম আশা, বাদশা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ