আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৪৫

আরবপুর ইউনিয়নে ভূমিহীনদের মাঝে খাস জমি ও বাড়ি নির্মানের আবেদন পূরণে প্রধান অতিথি শাহারুল ইসলাম

আজ বুধবার ৯ নং আরবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে সকাল ১১টার দিকে প্রকৃত ২৫ জন ভূমিহীনদের মাঝে শেখ হাসিনার নির্দেশে ভূমিহীন দরিদ্র আসহায় পরিবারকে কৃষি খাস জমি সহ বাড়ি নির্মাণের দরখাস্ত পূরণ করেন মো: ইকবাল হোসেন, ভূমি সহকারি কর্মকর্তা এবং মো: সিরাজুল ইসলাম ভূমি উপসহকারি কর্মকর্তা পৌর ভূমি অফিস।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহারুল ইসলাম।

এসময় শাহারুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নে ১০০ জন দরিদ্র আসহায় ভূমিহীন পরিবারকে জমি প্রদান করা হবে। প্রথম পর্যায়ে আজ ২৫ জন ভূমিহীন পরিবারের দরখাস্ত পূরণ করা হল। জমি সহ বাড়ি পাবে দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার, নদী ভাঙ্গা পরিবার, সক্ষম পুত্রসহ বিধবা স্বামী পরিত্যাক্তা পরিবার, কৃষি জমি নেই বাস্তবহীন পরিবার, অধিগ্রহণের ফলে ভূমিহীন হইয়া পরেছে এমন পরিবার।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মো: ইকবাল হোসেন, ভূমি সহকারি কর্মকর্তা, মো: সিরাজুল ইসলাম ভূমি উপসহকারি কর্মকর্তা পৌর ভূমি অফিস। ইউনিয়ন সচিব সালমা কানিজ ডালিয়া, আরবপুর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম আশা, রিপন গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ