আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৯:২৭

আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের জন্মশতবার্ষিকী উদযাপন

এম আহম্মেদ (যশোর থেকে): যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন বাঙালি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ। এ বছর মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির পিতার জন্মদিন উদযাপন সকলের কাছে অনন্য ঐতিহাসিক মাত্রা যোগ করেছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো আজও এদেশ স্বাধীন হতো না। ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল অগ্রণী ও অপরিসীম। ১৯৫২ এর ভাষা আন্দোলন, ’৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২ এর শিক্ষা আন্দোলন, ’৬৬ এর ছয়দফা আন্দোলন, ’৬৯ এর গণ-অভ্যুত্থান পেরিয়ে’ ৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। বিশ্ব রাজনৈতিক পরিমন্ডলেও তিনি ছিলেন অসাধারনের মধ্যে অসাধারন। তিনি ছিলেন একজন দূরদর্শী কুটনৈতিক। তাঁর অবস্থান ছিল সবসময় শোষন ও বঞ্চনার বিরুদ্ধে। বিশ্ব মানবতার জন্য তাঁর ভালোবাসা ছিল প্রবল। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাঁর প্রচেষ্টা ছিল নিরন্তর।”

গতকাল ১৭ মার্চ আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ আজগর আলী গাজী।

আরবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম।

এসময় বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটেছে পরে শহীদ মিনারে ১০১ টি মোমবাতি  প্রজ্বলন  করেছে আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক একরামুল কবির রবিউল, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মোঃ শওকত আলী, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আঃ রশিদ, সাধারণ সম্পাদক ডাঃ আবু সাইদ, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান, ইউপি সদস্য রুভিনা পারভীন চায়না, ইউপি সদস্য সালমা পারভিন কেয়া,ইউপি সদস্য আশরাফুল আলী, 8 নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য উজ্জল রহমান, যুবলীগ নেতা ও ইউপি সদস্য নাজমুল সরদার, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নুর ইসলাম, বাবু কার্তিক চন্দ্র পাল,আবু দাউদ হোসেন, মোতালেব হোসেন, ইন্তাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আলমাস আলী, যশোর সদর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ আকতার হোসাইন, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুখ খান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো: তারেক হাসান দিপু, প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত