আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:৩৮

আ’লীগের মনোনয়ন পেলেন যারা!

হাসনাত জামিল,ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে মনোনীত করে চিঠি দেওয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মনোনীত করা হয়েছে নোয়াখালী-৫ আসনে।

এছাড়াও মনোনীত হিসেবে যারা চিঠি নিয়ে কার্যালয় থেকে বের হয়েছেন, তারা হলেন- আসলামুল হক আসলাম (ঢাকা-১৪), সাদেক খান (ঢাকা-১৩), মুজিবুল হক (কুমিল্লা-১১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫), ইঞ্জিনিয়ার এনামুল হক (রাজশাহী-৪), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ডা. মুরাদ হাসান (জামালপুর-৪), মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), মাহবুব আরা গিনি (গাইবান্ধা-২), তালুকদার মো. তৌহিদ জং মুরাদ (ঢাকা-১৯), মতিয়া চৌধুরী (শেরপুর-২), অাব্দুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), মো. ফজলে রাব্বী মিয়া (গাইবান্ধা-৫), এবিএম ফজলে করিম (চট্টগ্রাম-৬), ড. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), অায়েন উদ্দিন (রাজশাহী-৩), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩), এসএম জগলুল হায়দার (সাতক্ষীরা-৪), শাহীন আকতার চৌধুরী (কক্সবাজার-৪), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), মনোয়ার হোসেন মনু (ঢাকা-৫), জুনাইদ অাহমেদ পলক (নাটোর-৩), নসরুল হামিদ বিপু (ঢাকা-৩), শামসুল হক টুকু (পাবনা-১), এ কে এম শাহজাহান কামাল (লক্ষীপুর-৩)।চিঠি নিয়ে বের হয়ে যাওয়ার সময় আসলামুল হক আসলাম সাংবাদিকদের জানান, দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিচ্ছেন।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, সারাদেশে নৌকার জোয়ার উঠেছে, কুমিল্লায়ও এ জোয়ার বইছে। আমাদের বিজয় নিশ্চিত।

এদিকে, মনোনীতদের চিঠি দেওয়া উপলক্ষে সকাল থেকেই আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হন মনোনয়নপ্রত্যাশীদের অনুসারী নেতাকর্মীরা। গোটা এলাকায় উৎসবমুখর আমেজ তৈরি হয়। মনোনীতরা কার্যালয় থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে উল্লাস প্রকাশ করতে থাকেন তারা। এসময় নৌকার পক্ষে স্লোগান মুখরিত করে তোলে চারপাশ।

আরো সংবাদ