আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০১

আ’লীগ নেতা এসএম কামালের পক্ষে দৌলতপুরে উপহার সামগ্রী প্রদান

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের পক্ষে খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ^রপাশা কালিবাড়ি ঋষিপাড়ার লকডাউন এলাকার বাসিন্দাদের মধ্যে খাদ্যদ্রব্যসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বুধবার সকারে এ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, ওয়ার্ড কাউন্সিলর মাস্টার আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী দাউদ হায়দার, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক পরিচালক বদরুল আলম মার্কিন, নাগরিক ফোরামের নেতা শাহিন জামাল পন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান হাসিব, সাধারণ সম্পাদক মাকসুদ হাসান পিকু প্রমুখ।
উল্লেখ্য, মহেশ^রপাশা কালিবাড়ি ঋষিপাড়ার বাসিন্দা রিক্সাচালক বিষ্ণুপদ হাজরা গত ২৯ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে ওই এলাকার ২০টি বাড়ি লকডাউন ঘোষণা করে খুলনার জেলা প্রশাসন। এজন্য ওই এলাকার বাসিন্দারা যেমন ঘরের বাইরে হতে পারছেন না তেমনি বাইরে থেকেও কেউ সেখানে যেতে পারছে না। সঙ্গত কারণে তাদের খাদ্য সহায়তার প্রয়োজন হয়ে পড়ে। বিষয়টি ৩ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় নেতা এসএম কামাল জানার পর তিনি তাদেরকে সাহায্যের জন্য সহযোগিদা দেন। যার আলোকে সেখানে ১৫২ প্যাকেট খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

আরো সংবাদ