আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫০

আস্থাভাজন প্রকৃত নেতাকর্মীরা ভবিষ্যতে নেতৃত্ব নির্বাচন করবে: শাহীন চাকলাদার।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার বলেছেন, ‘সুসময়ে অনেককে এখন পাওয়া যাচ্ছে।

কিন্তু অতীতে যখন দলের দুর্দিন গেছে এবং সভাপতি শেখ হাসিনাকে আটক করা হয়েছিলো, তখন কাউকে পাওয়া যায়নি। দলের নিবেদিত কর্মী আমরা রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।

তাই আমরা প্রকৃত নেতাকর্মীদের ওপর আস্থা রাখতে চাই। তারাই আগামীতে নেতৃত্ব নির্বাচন করবেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীবৃন্দ

আজ শনিবার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। একসময় যাকে বলা হতো-ফকির রাষ্ট্র, সেই বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে। মানুষের জীবনমান বেড়েছে।

উপস্থিত নেতৃবৃন্দ।

এ ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সাধারণ জনগণের মাঝে জনপ্রিয়তা হারিয়ে এখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মৌসুমী নেতাদের খুশী করে কৌশলে দলে ঢুকে পড়ছে। এধরনের নেতা ও কর্মীদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আগামীতে জেলা আওয়ামী লীগের কাউন্সিলে আওয়ামী লীগের আস্থাশীল ত্যাগী ও রাজপথের নেতাকর্মীরাই নেতৃত্ব নির্বাচন করবেন।

রূপদিয়া বাজারের ধানহাট খোলায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন জেলা আওয়ামী লীগের সদস্য শাহারুল ইসলাম।

বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসু, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, মনিরুল ইসলাম হিমু, ইউপি সদস্য আজিম বিশ্বাস, রফিকুল ইসলাম খান, আব্দুল আলিম, শান্ত সাহা, পারভেজ আসাদ, ফসিয়ার রহমান, মুন্সি রবিউল ইসলাম, সেলিম রেজা, আফতাব মাহমুদ, মিলন হোসেন।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ- সভাপতি নিয়ামত উল্যাহ, সালাউদ্দিন কবির পিয়াস, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাজান কবির শিপলু।

সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক এমএম রবিউল ইসলাম, যুগ্ন-আহবায়ক মোমেল হোসেন, এমএম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরণ প্রমুখ।

খানজাহান আলী 24/7 নিউজ / সোহেল রানা

আরো সংবাদ