আজ - শুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:৩৩

ইয়াবা সহ ইউপি সদস্য আটক।

যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের সাবেক মেম্বার আবু ইছাকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ । ইছা নলগাঙ্গা গ্রামের নিছার আলীর পুত্র। বর্তমানে রায়পুর এলাকায় তার বসবাস।

রায়পুর পুলিশ ক্যাম্পের এসআই লুৎফর রহমান জানিয়েছেন, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ আসে ইছা  বাড়িতে ইয়াবা বিক্রি করছে। এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৩ পিস  ইয়াবা জব্দ করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, আটককৃত আবু ইছার বিরুদ্ধে ডাকাতি, মারামারি , নাশকতা ও  মাদক  দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা আছে।  মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত