আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:২৫

ইস্ত্রি ও গরম রডের ছ্যাকা দিয়ে গৃহপরিচারিকাকে নির্যাতন

ময়মনসিংহে ইস্ত্রি ও রড গরম ছ্যাকা দিয়ে লিমা আক্তার নামে এক কিশোরী গৃহপরিচারিকাকে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক গৃহকর্তীর বিরুদ্ধে।

চার মাস আগে মাসিক পাঁচ হাজার টাকা বেতনে কাজের কথা বলে রাজধানীর ক্যান্টনমেন্ট কচুক্ষেত এলাকায় মীম ওরফে মাহী বেগমের বাসায় গৃহপরিচারিকার কাজ নেয় ময়মনসিংহের লিমা আক্তার। প্রথম এক দেড়মাস ভালো ভাবেই চললেও রমজান মাস শুরুর আগে লিমা বাড়ি চলে আসতে চায়। কিন্তু গৃহকর্তী কিছুতেই তাকে দিতে রাজী হয়নি। সেই সময় থেকেই শুরু হয় অত্যাচার। কারণে অকারণে চুন থেকে পান খসলেই নির্যাতন করতো মাহী বেগম ও তার ছেলে ওয়াদা। 

বিভিন্ন অজুহাতে ইস্ত্রি ও রড গরম করে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাকা দিত। তালা দিয়ে মেরে ভেঙ্গে দেয়া হয়েছে দাঁত। কেঁটে দেয়া হয়েছে মাথার চুল। এ ঘটনার পর কাউকে কিছু না জানিয়ে মঙ্গলবার রাতে লিমাকে একটি বাসে করে পাঠিয়ে দেয়া হয় বাড়িতে।

বুধবার, তাকে ভর্তি করা হয় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে রাতে আনা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

লিমার মা লিপি বেগম বলেন, আমার মেয়েকে এভাবে যারা মেরেছে, তাদের শাস্তি চাই। বিচার চাই।

ঘটনাটি এক সেনা কর্মকর্তার বাসায় হওয়ায় চিকিৎসকরা কেউ কথা বলতে রাজি হয়নি। তবে হাসপাতাল পরিচালক জানান, বিষয়টি সেনাবাহিনী তদন্ত করছে।

আরো সংবাদ