আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৪:৪৪

ঈদুল আযহা সহমর্মিতা ও সাম্যের বাণী প্রতিষ্ঠিত করে : শুভেচ্ছা বার্তায় জাহিদ হোসেন মিলন।

ঈদুল আযহা উপলক্ষে যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন যশোর সহ সমগ্র দক্ষিণবঙ্গের সকল মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

আজ রবিবার (প্রথম প্রহরে) খানজাহান আলী 24/7 নিউজে ইমেইল মারফতে যশোর বাসীর উদ্দেশ্যে পাঠানো এক ঈদ শুভেচ্ছা বাণীতে তিনি সবার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

জাহিদ হাসান মিলন বলেন, কোরবানির মর্ম অনুবাধন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।

তিঁনি বলেন, “আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল-আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ গ্রহণ করি এবং বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।”

জাহিদ হোসেন মিলন উল্লেখ করেন, মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। প্রতিবছর এ উৎসবের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোস্ত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মাঝে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।

প্রতিবারের মতো এবারও কোরবানির ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক – এ প্রত্যাশা ব্যক্ত করে মিলন বলেন, “পবিত্র এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।

আল্লাহর প্রতি এই অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। আযহার অর্থ কোরবানি বা উৎসর্গ করা। তা প্রসারিত করতে হবে সকলের কর্ম ও চিন্তায়।

প্রিয় যশোরবাসী দেশে চলমান গুজব প্রতিহত করতে সম্মিলিত ঐক্য গড়ে তুলুন। অসাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সংখ্যালঘু / উপজাতি ভাই বোনদের প্রতি আত্মীয় সুলভ আচারন করুন। ডেঙ্গু সহ যাবতীয় রোগব্যাধি থেকে মুক্ত থাকতে আপনার বাড়ীর আঙ্গিনা ও আশপাশ পরিচ্ছন্ন রাখুন। কুরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে গর্ত করে পুঁতে রাখুন। মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংগ। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। “ঈদ মোবারক”

খানজাহান আলী 24/7 নিউজ / মুনতাসির মামুন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত