আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১২:৫৬

উন্মুক্ত করা হল চেয়ারম্যান আনিছের প্রতিস্রুত আমদাবাদ কলেজ গেট।


মুনতাসির মামুন।।  অতি সম্প্রতি আমদাবাদ কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সাথে রাজশাহীতে শিক্ষাসফরে যান দেয়াড়া ইউনিয়নপরিষদের চেয়ারম্যান  আনিছুর রহমান।  সেখানে পানি উন্নয়ন বোর্ডের একটি নান্দনিক প্রবেশদ্বার দেখে আপ্লুত হন চেয়ারম্যান। তখনই অধ্যক্ষকে কে বলেছিলেন আপনার প্রতিষ্ঠানে এরকম নান্দনিক একটি প্রবেশদ্বার আমিও নির্মাণ করে দিবো। এই হল ইতিহাস।  

নবনির্মিত প্রবেশদ্বার


এরপর মাস দেড়েক কর্মযজ্ঞের পর প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে নান্দনিক কাঠামো সম্বলিত রূপ ফিরে পায় সেই আমদাবাদ কলেজ গেট। আজ শনিবার করোনা পরিস্থিতির কারনে কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই উন্মুক্ত করা হয় প্রবেশদ্বারটি।  
শুধু আমদাবাই নয়। এলজিএসপি, ইউনিয়ন পরিষদ, ইউটিএস ও এডিবি’র অর্থায়নে চান্দুটিয়া মাধ্যমিক বিদ্যালয়, নারাঙ্গালি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, নারাঙ্গালি ঈঁদগাহ সংষ্কার (টাইলস দ্বারা নির্মিত)  কাজ  চলমান রয়েছে৷ এছাড়াও বাজেদূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদের প্রবেশদ্বার নির্মাণ কাজ প্রস্তাবিত রয়েছে। 

আরো সংবাদ