আজ - বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৭:৫৬

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শাহারুল ইসলামের পদক্ষেপে ২০০ পরিবার খাবার পাচ্ছে শুক্রবার।

স্টাফ রিপোর্টার।। খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ করেছে করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র নারী-পুরুষরা। আজ বুধবার বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় রাস্তা অবরোধ করে তারা এ বিক্ষোভ করে। এসময় তারা জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলামকে ঘটনাস্থলে ডাকেন ইউএনও। পরে শাহারুল ইসলাম বিক্ষোভকারীদের মধ্য থেকে তিন জন প্রতিনিধিকে ডেকে তাৎক্ষণিক ভাবে বিক্ষোভ কারীদের বাড়ী ফেরত পাঠান ৷ শাহারুল ইসলামের মধ্যস্থততায় সিদ্ধান্ত হয় আগামী ১৭ই এপ্রিল (শুক্রবার) ২০০শ পরিবারকে খাদ্য সহায়তা দেবে জেলা প্রশাসন।

বিক্ষোভরত নাগরিকবৃন্দ

খাদ্য সহায়তা না পাওয়া চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট এলাকার বাসিন্দারা আজ সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

তাদের অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান তাদের সরকারি সহায়তা না দিয়ে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন। প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ চালালে খবর পেয়ে প্রথমে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ কামরুজ্জামানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে আসে। এরপরও পরিস্থিতি অস্বাভাবিক দেখে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলামকে ডেকে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরো সংবাদ