আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৩৩

এইচটি ইমাম অসুস্থ, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সুস্থতা কামনা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম অসুস্থ। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

তার ছেলে তানভীর ইমাম বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাবা সিএমএইচে ভর্তি আছেন।

৮২ বছর বয়সী এইচটি ইমাম বেশ কিছু দিন ধরে কিডনি জটিলতা ছাড়াও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।

মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচটি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। গত তিনটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন। তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এইচটি ইমামের অসুস্থতায় সুস্থতা কামনা করেছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

আরো সংবাদ