ডেস্ক নিউজ:: আলোচিত করোনা ভাইরাস এখন আর চীনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীব্যাপী। ইতোমধ্যে বাংলাদেশের তিনজন বিদেশ ফেরত লোকের করোনা ভাইরাস ধরা পড়েছিল।
পার্শ্ববর্তী দেশ সমূহ গুলোতে সাময়িকভাবে স্কুল কলেজ গুলো বন্ধ করে দেয়া হয়েছে।কিন্তু সামনের মাসের ১ তারিখ হতে এইচএসসি পরীক্ষা শুরু। কিন্তু বিপত্তি ঘটলো করোনা ভাইরাসের কারণে।
করোনা ভাইরাস যেহেতু ছোয়াচে এটা পরীক্ষার্থীদের মাঝে সহজেই ছড়িয়ে যেতে পারে। এজন্য বর্তমান সময়ের আলোচিত সকলের প্রিয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি জরুরি প্রেস বিফিং করেছেন।
তিনি বলেছেন, বর্তমান সরকার করোনা ভাইরাস মোকাবেলায় যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু পরীক্ষার কারণে এই রোগটি সহজেই ছড়িয়ে যেতে পারে, তাই পরীক্ষার্থীর এক বেঞ্চ পরপর গ্যাপ থাকবে।