আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:১৮

একদিনে ৪০ টি লাশ দেখলো বাংলাদেশ।

দেশে কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগ ছড়িয়ে পড়ার পর থেকে ২৪ ঘণ্টায় সর্বাধিক ২৮ জনের মৃত্যু হয়েছিল দুইদিন। আর গেল ২৪ ঘণ্টায় এই রেকর্ড ম্লান করে দিয়ে মৃতের সংখ্যা একলাফে পৌঁছালো ৪০-এ।
কাকতালীয় হলেও এই দিনই ‘সাধারণ ছুটি’ প্রত্যাহার করে নেয় সরকার; যা চলেছিল টানা ৬৬ দিন।
রোগী শনাক্তের ১৩তম সপ্তাহে এসে করোনায় একদিনে ৪০ জনের মৃত্যু দেখলো বাংলাদেশ। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৫০-তে।
গত ২৪ ঘণ্টায় আরো দুই হাজার ৫৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটিও এ পর্যন্ত একদিনে সর্বাধিক শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ১৫৩ জন করোনা শনাক্ত হলেন।
গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন নয় হাজার ৭৮১ জন।
রোববার (৩১ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং সাতজন নারী। অঞ্চল বিবেচনায় ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে বিভাগে আট, খুলনায় দুই এবং রংপুর ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।
বয়স বিবেচনায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন রয়েছেন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ২২৯টি। পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬টি। এ নিয়ে মোট তিন লাখ আট হাজার ৯৩০টি নমুনা পরীক্ষা করা হলো।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

আরো সংবাদ