আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:১১

এবার উপশহরের মিল্টনের ছোট ভাই লিটন ফেন্সিডিলসহ গ্রেফতার।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৪ টি সফল অভিযানে ৩৩ বোতল ফেনসিডিল, ১১০ বোতল এ্যালকোহল যুক্ত বিয়ার এবং ০৩ বোতল বাংলা মদ
উদ্ধারসহ আসামী গ্রেফতার-০৫।

অভিযান-০১ঃ
শুক্রবার (১১ মার্চ ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ)মোঃ সোলায়মান আক্কাস, সংগীয় এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল, এএসআই (নিঃ) এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১১/০৩/২২ তারিখ রাত্র ২১:২০ ঘটিকায় যশোর শার্শা থানাধীন রাড়ীপুকুর গ্রামস্থ মোঃ জাকির হোসেন এর বসত বাড়ীর পশ্চিম পাশে বাগআঁচড়া টু কায়বা পাঁকা রাস্তার উপর হইতে আসামী আসামী (১) মোজাহিদুল ইসলাম (২৩), পিতা- ইয়াকুব কারী, সাং-ইছাপুর, (২) ইমরান হোসেন (২২), পিতা- রবিউল হোসেন, সাং-রুদ্রপুর, উভয়থানা-শার্শা, জেলা-যশোরদ্বয়কে ৩০ (ত্রিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ৯০,০০০/= টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) সোলায়মান আক্কাস বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।

অভিযান-০২ঃ
শুক্রবার (১১ মার্চ ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, সংগীয় এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল, এএসআই (নিঃ) এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১১/০৩/২২ তারিখ রাত্র ২২:৪৫ ঘটিকায় যশোর শার্শা থানাধীন সেতাই সাকিনস্থ জনৈক শাহাবুদ্দিন এর বসত ঘরের পিছনে ফাঁকা জায়গা হইতে আসামী (১) সিরাজুল ইসলাম (৪৪), পিতামৃত – হাতেম আলী, সাং-সেতাই, থানা-শার্শা, জেলা-যশোরকে ০৩ (তিন) বোতল মাদকদ্রব্য ভারতীয় বাংলা মদ সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ৩,০০০/= টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেন।

অভিযান-০৩ঃ
শনিবার (১২ মার্চ ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, সংগীয় এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল, এএসআই (নিঃ) এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১২/০৩/২২ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন বেজপাড়া নিউ এক্সটেনশন রোডস্থ ধৃত আসামী খান সাবাহ আল আব্দুল্লাহ @ রাতুল (২৪), পিতা- আব্দুল মান্নান খান এর ৩য় তলা বসত বাড়ির ২য় তলার নিজ শয়ন কক্ষ হইতে আসামী (১) খান সাবাহ আল আব্দুল্লাহ @ রাতুল (২৪), পিতা-আব্দুল মান্নান খাঁন, সাং- বেজপাড়া নিউ এক্সটেনশন রোড, বাসা নং-৯৫৩, থানা- কোতয়ালী, জেলা-যশোরকে ১১০ (একশত দশ) পিস এ্যালকোহল যুক্ত বিয়ার ক্যান সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ১,১০,০০০/= টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

অভিযান-০৪ঃ
শনিবার (১২ মার্চ ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ সংগীয় এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন উপশহরস্থ খাজুরা টু নিউমার্কেট গামী সড়কের লাল্টুর ভাতের হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী (১) রবিউল আমীন (৪৪), পিতামৃত- রুহুল আমীন, সাং-নতুন উপশহর, (সেক্টর-৭, প্লট-জি ১০), থানা- কোতয়ালী, জেলা- যশোরকে ০৩ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মালামালের মূল্য ৬,০০০/= টাকা।

এ সংক্রান্তে এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

আরো সংবাদ