আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৫২

এবার বিএসএমএমইউর চিকিৎসক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার।। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের একজন চিকিৎসক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালটির গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চিকিৎসক।
আজ মঙ্গলবার রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সি।
সাইফ উল্লাহ মুন্সি বলেন, ‘হাসপাতালের একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমি একটু আগে বিষয়টি শুনেছি। পরীক্ষা-নিরীক্ষা করে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে আমি শুনেছি।’
ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান বলেন, ‘আগে শুনেছিলাম একজন চিকিৎসক অসুস্থ আছেন। আজ করোনার বিষয়ে জানলাম। তাঁকে কোন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটাও আমি জানি না। এর বাইরে আর তেমন কোনো তথ্য আমার জানা নেই।’

এদিকে আজ বিকেলে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করা ১৪০ জনের মধ্যে আমরা নতুন করে আরো দুজনের মধ্যে কোভিড-১৯ এর সংক্রমণ পেয়েছি। এখন সর্বমোট রোগীর সংখ্যা ৫১ জন। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬০২ জনের।’
আইইডিসিআরের পরিচালক বলেন, ‘আক্রান্ত নতুন দুজনই পুরুষ। একজনের বয়স ৫৭ বছর। তিনি সৌদি আরব থেকে এসেছেন। তাঁর ডায়াবেটিস আছে। আরেকজনের বয়স ৫৫ বছর। কোভিড-১৯ ছাড়াও তাঁর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে। তাঁরা দুজনই ভালো আছেন। তাঁদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত