আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫১

এমপি হেলালউদ্দিন করোনা আক্রান্ত: যশোর সদরের প্রতিটি ইউনিয়নে দোয়া অনুষ্ঠানের নির্দেশনা।

বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি’র দেহে কোভিড-১৯ করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের করোনা পরীক্ষায় বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলালউদ্দিনের আশু রোগ মুক্তির প্রত্যাশায় যশোর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে একযোগে দোয়া অনুষ্ঠানের উদ্যোগ গ্রহন করেছে যশোর সদর উপজেলা আওয়ামীলীগ।

ইতিমধ্যে যশোর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও কেশবপুর-০৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার এমপির আহবানে যশোর সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাবু মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম যশোর সদর উপজেলাধীন প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি’র আশু রোগমুক্তির উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠান আয়োজনের আহবান জানিয়েছি।

শাহারুল ইসলাম বলেন, ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন করোনা যুদ্ধে জয়ী হবেন। তৃণমূল আওয়ামীলীগ সবসময় বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের শারীরিক সুস্থতার জন্য দোয়া করেন। আমরা যশোর সদর উপজেলা আওয়ামীলীগ শেখ হেলাল উদ্দিন এম.পির রোগমুক্তি কামনা করি একই সাথে উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগ রোগমুক্তি কামনায় প্রতিটি মসজিদে মন্দিরে দোয়া অনুষ্ঠান আয়োজন করবে এমন নির্দেশনা ইতিমধ্যে ইউনিয়নের নেতা কর্মীদের মাঝে পৌছে দিয়েছি।

উল্লেখ্য তিনি (শেখ হেলালউদ্দীন এম.পি) চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

আরো সংবাদ