আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:১৩

এস কে সিনহাকে দেশে ফেরাতে কাজ করবে পররাষ্ট্রমন্ত্রী

আইন মন্ত্রণালয় চাইলে দুদকের মামলার আসামি কানাডায় রাজনৈতিক আশ্রয় চাওয়া সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ শনিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মন্ত্রী।

গত বছরের অক্টোবরে দেশ ছাড়া সে সময়ের প্রধান বিচারপতি এস কে সিনহা গত ৪ জুলাই কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। এক মাসের ছুটি নিয়ে দেশ ছাড়া সিনহা সে সময় দেশে না ফিরে সিঙ্গাপুর দূতাবাসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। আর সেখান থেকে চলে যান কানাডায় মেয়ের কাছে।

কিছুদিন থেকে সিনহা যান যুক্তরাষ্ট্রে। সেখানেও তিনি ও তার স্ত্রী রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানাচ্ছে, তার সেই আবেদন নাকচ হয়েছে এবং সিনহা ও তার স্ত্রী এরপর আবার ফেরেন কানাডায়।

এরই মধ্যে সিনহার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুদক। তবে তিনি দেশে না থাকায় এই মামলা কী হয়, এ নিয়ে আছে প্রশ্ন।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ