আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৫৯

ঐক্যবদ্ধ থাকলে সারাদেশে কোথাও আ’লীগের পরাজয় হবে না : শাহীন চাকলাদার।

স্টাফ রিপোর্টার।। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটি শক্তিশালী রাজনৈতিক দল। ঐক্যবদ্ধ থাকলে সারাদেশে আওয়ামী লীগের কোন পরাজয় হবে না। দলের মধ্যে চেইন অব কমান্ড থাকতে হবে। সিনিয়র ও প্রবীণ নেতাদের সম্মান করতে হবে। উন্নয়ন মূলক কর্মকান্ডও সাংগঠনিকভাবে হতে হবে।
উন্নয়ন কর্মকান্ড দলীয় নেতা-কর্মীরা যদি না জানে তবে প্রচার করবে কে ? কেশবপুরের আওয়ামী লীগ আজ এক আর ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আজ অনেক বেশি শক্তিশালী। আওয়ামী লীগ সরকারে আমলে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আগামী ২৯ মার্চ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৗকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের মান্দারতলা বাজারে ও আলতাপোল
গ্রামের তেইশমাইল বাজারে পথসভা এবং বালিয়াডাঙ্গা সাজনীন দেবালয়ে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপোরোক্ত কথা বলেন। উপজেলার মধ্যকুল গ্রামের মান্দারতলা বাজারে পথসভায় সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাত্তার গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ সভাপতিসাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ও পৌর মেয়র রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক
সভানেত্রী অধ্যাপিকা রেবা ভৌমিক, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোমেন, যুগ্ম-সম্পাদক ইউপি সদস্য আব্দুর রহিম প্রমুখ।

অপরদিকে আলতাপোল গ্রামের তেইশমাইল বাজারে পথসভায় সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম লিটনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সদস্য শাহাদাৎ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।
এছাড়া উপজেলার বালিয়াডাঙ্গা সাজনীন দেবালয়ে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার, সাধারণ সম্পাদক সুকুমার সাহা-সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন। উল্লেখিত ২টি পথসভা ও বালিয়াডাঙ্গা সাজনীন দেবালয়ে মহানাম সংকীর্ত্তণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম খয়রাত হোসেন, সহ-সভাপতি যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম-
সম্পাদক যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড.
আসাদুজ্জামান আসাদ, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস,
উপজেলা যুবলীগের আহŸায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, সাবেক আহŸায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, সাবেক যুগ্ম-আহŸায়ক শাহারিয়ার রায়হান সান্টু, সদর ইউনিয়ন যুবলীগের
আহŸায়ক তৌহিদরি রহমান, যুগ্ম-আহŸায়ক আব্দুল গফুর, সাবেক যুগ্ম-আহŸায়ক লিটন হোসেন, পৌর যুবলীগনেতা লিটন গাজী, যুবলীগনেতা ফারুক হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ
হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদিকা মমতাজ খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা ইউপি সদস্য রেহেনা ফিরোজ, পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার খান, পৌর কাউন্সিলর মনিরা খানম, আওয়ামী লীগনেতা আফছার উদ্দীন গাজী, আবু বক্কর সিদ্দিক, মশিয়ার গাইন, আব্দুর রশিদ, মশিয়ার দফাদার, আমিন উদ্দীন দফাদার, মিজানুর রহমান মিল্টন, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, যুগ্ম-আহŸায়ক হাবিবুর রহমান খান মুকুল, যুগ্ম-আহŸায়ক জাকির হোসেন মুন্না, ছাত্রলীনেতা আবুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক আব্দুল গফ্ফার, যুগ্ম-আহŸায়ক তরিকুল ইসলাম, সাবেক যুগ্ম- আহŸায়ক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক আবুল বাসার খান, যুগ্ম-আহŸায়ক সেলিম খান প্রমুখ।

আরো সংবাদ