আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:৫৭

কবিতা : সততার প্রতীক –মফিজুল ইসলাম, পিপিএম

সততার প্রতীক
———মফিজুল ইসলাম, পিপিএম

সততার প্রতীক তুমি
হে নাজিবুর রহমান
স্বর্ণাক্ষরে লেখা রবে নাম
যতদিন থাকবে বাংলা বহমান।।

ভালো মানুষকে
খুব কম লোকে চিনে
কারন, জাহির না হয়ে সে
থাকে বাতেনে।।

ক্ষমতার অপব্যবহার তুমি
কখনো করনি
তোমার জীবনাদর্শ যেন
রসুলের জীবনী।।

এই সমাজে আজ
সৎ, যোগ্য লোকের অঢেল প্রচার
যদিও পর্দার আড়ালে থাকে
ভয়ংকর চেহারা তাহার।।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত