আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:০৩

করোনার টিকা নিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য করোনাভাইরাসের টিকা নিয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে তিনি টিকা গ্রহণ করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা গ্রহণ করছে। পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যে সংশয় ছিল তা ইতোমধ্যে কেটে গেছে। আশা করি সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা খুব শিগগিরই করোনা মোকাবিলায় সক্ষম হবো।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সাহসী পদক্ষেপের ফলেই অনেক উন্নত দেশের আগেই আমরা করোনাভাইরাসের টিকা পেয়েছি।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত