আজ - মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:২৮

করোনাভাইরাস: বগুড়ায় আরও ২৬ রোগী শনাক্ত।

মিতু রহমান।। বগুড়ায় নতুন করে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে উত্তরের এই জেলায় আক্রান্তের সংখ্যা মোট ৪৭৫ জনে দাঁড়ালো। এরমধ্যে ৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছেন ১ জন।

আজ বুধবার (৩ জুন) নতুন শনাক্ত ২৬ জনের মধ্যে ১৭ জন পুরুষ, ৭ জন নারী ও ২ শিশু রয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টায় পাওয়া ফলাফলে জানা যায়, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বগুড়ার ১৫৩টি নমুনার মধ্যে ১৫ জন এবং বেসরকারি টিএমএসএস হাসপাতালে ২৮টি নমুনা পরীক্ষা করে ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বগুড়া জেলার নতুন শনাক্ত ২৬ জনের মধ্যে সদরের ১৪ জন, শাজাহানপুরে ২ জন, গাবতলীতে ২ জন, শেরপুরে ২ জন, দুপচাচিয়ায় ৪ জন, সারিয়াকান্দি ও ধুনটে একজন করে রোগী শনাক্ত হয়েছেন।

বগুড়া সদরের মধ্যে মালগ্রাম, জলেশ্বরীতলা, ঠেঙ্গামারা এলাকায় নতুন রোগী শনাক্ত হয়েছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত