আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:২৭

করোনা আক্রান্ত ১৬ পরিবারের মাঝে শাহারুল ইসলামের খাদ্য সহায়তা প্রদান

নিজেস্ব সংবাদদাতা:: যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে করোনা আক্রান্ত  ১৬ টি পরিবারের মাঝে  ব্যক্তিগত সহযোগিতায়  ত্রাণ বিতরণ করেছেন আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম।

আজ ১৮ জুলাই শনিবার সদর উপজেলাধীন আরবপুর ইউনিয়নের ( হ্যাচারি পাড়া, ধর্মতলা বউবাজার, ধর্মতলার কালি পাড়া মন্দির, কারবালা কলাবাগান রোড, সাউথ কারবালা খোলাডাঙ্গা রোড) এলাকায় করোনা আক্রান্ত ১৬ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে ত্রাণ সহায়তার নিয়মিত কর্মসূচী অব্যাহত রাখেন শাহারুল ইসলাম।

এ প্রসঙ্গে চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, ত্রাণ বিতরণ এখানেই শেষ নই। করোনার প্রভাবে গৃহবন্দী অস্বচ্ছল মানুষ যতদিন থাকবে সার্বিক সহযোগিতা নিয়ে আমি শাহারুল ইসলাম তাঁদের পাশে থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে আছি। আপনারা আমাকে ডাকলে সকল সুযোগ সুবিধা নিয়ে আপনাদের পাশে থাকবো। আপনারা সুস্থ না হওয়া পর্যন্ত আপনারা আমার দ্বায়িত্বে থাকবেন। এই ইউনিয়নের সেবক হিসাবে সবসময় আপনাদের পাশে আছি এবং আপনাদের  প্রয়োজনে সকল সহযোগিতা দিতে আমি সদা প্রস্তুত।

আরো সংবাদ