আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৪৮

করোনা : দিনাজপুরে আরও ৬ জনের মৃত্যু

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. শাহ মো. এজাজ-উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা জানান, এ নিয়ে জেলায় করোনায় ২৭৬ জনের মৃত্যু হলো। অপরদিকে গত ৩২ দিনে করোনা উপসর্গ নিয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৫৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৩৩ জন। সক্রিয় রোগী ৫৪৪ জন। এর মধ্যে ৬৬ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত