আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:০৬

কাঠেরপুলে পচাঁ মাংস বিক্রয় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।

যশোর শহরের কাঠেরপুল এলাকার শুকুর আলীর মাংসের দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পচা ও বাসি মাংস বিক্রির দায়ে মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। একই সাথে দোকানে থাকা সব পচা মাংস ফেলে দেয়ার নির্দেশ দেন বিচারক। রোববার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ।

পেশকার নজরুল ইসলাম জানিয়েছেন, রোববার শহরের কাঠেরপুলের মাংসের দোকানগুলিতে ভ্রামাম্যণ আদালত অভিযান চালায়। এ সময় শুকুর আলীর দোকানে রাখা মাংসগুলো বাসি পচা মনে হয়। তাৎক্ষনিক দোকানে রাখা মাংসগুলো পরীক্ষা করে দেখা যায় সব মাংস পচে গেছে। পচা মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ী শুকুর আলীর নামে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে দোকানে থাকা বাসি পচা মাংস ফেলে দেওয়ার নির্দেশ দেন। অভিযুক্ত ব্যবসায়ী শুকুর আলী উপশহরের সাইফুল ইসলামের ছেলে। অভিযানকালে যশোর পৌরসভার প্রকৌশলী কামাল আহমেদ ও সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলীম উদ্দিন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ