নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ‘সেকেন্ড ম্যান’ হিসেবে পরিচিত নাজিম উদ্দিন মিকনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে পার্শ্ববর্তী কবিরহাট বাজারের পাশের একটি গোপন আস্তানা থেকে তাদের আটক করা হয়।
আটক বাকি দুজন হলেন- মিকনের সহযোগী নুর উদ্দিন খাজা ও একরাম উদ্দিন।
আটক নাজিম উদ্দিন মিকন সিরাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত ফকির উদ্দিন কামালের ছেলে ও কাদের মির্জার স্বঘোষিত কমিটি সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অন্যদিকে নুর উদ্দিন খাজা সিরাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছায়দল হক মেম্বারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া অপর আটককৃত একরাম উদ্দিন কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের ফতেহপুর গ্রামের ওজি উল্যার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, মিকন পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড আসামি। তাছাড়া তিনি সোমবার বসুরহাট কলাবাগানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীকে গুলি ও পিটিয়ে পা ভেঙে দেয়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত। তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, বিস্ফোরক, দাঙ্গাহাঙ্গামা, অপহরণ, চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে।