আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৩৬

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী করোনা আক্রান্ত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যুক্তরাজ্য থেকে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় স্বেচ্ছা আইসোলেশনে যান জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী। সোফি গ্রেগরি। কানাডার প্রধানমন্ত্রীর অফিসের বরাত দিয়ে ডয়চে ভেলে এ তথ্য জানিয়েছে।জানা গেছে, স্থানীয় সময় বুধবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোকে কিছুটা অসুস্থ দেখা যায়। পরে তার করোনা ভাইরাসের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর থেকে আইসোলেশনে ছিলেন তারা।

আরো সংবাদ