আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৫৯

কামরাঙ্গীরচরে কিশোরী ধর্ষণ: আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীর কামরাঙ্গীর চরে ১৩ বছরের কিশোরী ধর্ষণ মামলায় গ্রেফতার তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আসামিরা হলেন হাসান, সিফাত ও সবুজ।  শনিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন, আসামিদের এ জবানবন্দি রেকর্ড করেন।  

এর আগে, অপর আসামি রনিকে জিজ্ঞাসাবাদের জন্য ১দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলার আরেক আসামি ভিকটিমের বান্ধবী স্বপ্নাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে মামলার তদন্তের স্বার্থে রনিকে জিজ্ঞেসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।  উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই কার্যদিবসের মধ্যে ১দিন রিমান্ড নেয়ার আদেশ দেন।  

১০ জানুয়ারি শুক্রবার কামরাঙ্গীরচরে বিভিন্ন এলাকা থেকে হাসান, সিফাত, সবুজ, রনি এবং ধর্ষণের শিকার কিশোরীর এক বান্ধবীকে গ্রেফতার করে পুলিশ।   বৃহস্পতিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনে ১৩ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করে আসামিরা।

আরো সংবাদ