আজ - শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:২২

কারাগারে মিলন- ৭দিনের রিমান্ড আবেদন ডিবি’র।

স্টাফ রিপোর্টার।। জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন (৪৭) কে আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তবে আজ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।

গত রোববার (১৩ জানুয়ারি) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্ত্রী সন্তানসহ ইমিগ্রেশন পুলিশ মিলনকে গ্রেফতার করে। পরিবার-সদস্যদের ছেড়ে দিলেও মিলনকে ছাড়েনি পুলিশ। পরে তাকে যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, আজ মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের আদালতে মিলনকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করে মিলনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত