আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:১২

কারোনার দ্বিতীয় ডেউ ঠেকাতে অভায়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মাস্ক বিতারণ

হাসিবুল ইসলাম : অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিনামূল্য প্রায় ১ হাজার পিস মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি বিষয়ে জনচেতনতা মূলক সভা করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক সভার কার্যক্রম অব্যাহত ছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহমুদুর রহমান রিজভী জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মঙ্গলবার দিনব্যাপী হাসপাতালের ভিতরে ও বাইরে প্রায় ১ হাজার পিস মাস্ক বিতরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা করা হয়েছে। স্বাস্থ্যবিধি বিষয়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য কমপ্লেক্সে ‘নো মাস্ক-নো সার্ভিস’ কার্যক্রম অব্যাহত আছে। সেবা নিতে আসা রোগী ও রোগীর পরিবারকে মাস্ক পরে আসতে হবে। মাস্ক না থাকলে কোন সেবা দেওয়া হবেনা।এ সংক্রান্ত কোন অজুহাত গ্রহণ করা হবে না। কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন আরএমও ডা. আলিমুর রাজিব সহ মেডিক্যাল অফিসার ও কর্মচারীবৃন্দ।

আরো সংবাদ