আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:৩৯

কালীগঞ্জে বাস খাদে পড়ে আহত ২৫ জন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নারী শিশু সহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

গতকাল দুপুরে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান জানান, জীবননগর থেকে সাজিম পরিবহণের একটি বাস কালীগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসে থাকা নারীসহ অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সম্পা মোদক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বেশ কয়েকজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে প্রায় ২৫ জন আহত রোগীকে আনা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আরো সংবাদ