আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:০১

কাশিমপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় মহসিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মহসিনার স্বামী শরিফুল আলমকে (৪৫) আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ৬টার দিকে মহসিনার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকার রুহুল আমিনের বাড়িতে স্বামী-স্ত্রী ভাড়া থাকতেন। মহসিনা সাতদিন আগে শরিফুলকে তালাক দেন। শরিফুল সেসময় বাড়িতে ছিলেন না। সোমবার সকালে শরিফুল বাড়ি ফিরে এলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে শরিফুল ধারালো অস্ত্র দিয়ে মহসিনাকে কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রফিকুল ইসলাম আরও জানান, পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে। শরিফুলও আহত হয়েছেন। তাকে আটক করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত