আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৬:৩৮

‘কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে ঐতিহাসিক ভুল করেছেন মোদি: ইমরান।

কাশ্মীরের স্বায়ত্তশাস প্রত্যাহার করে ঐতিহাসিক ভুল করেছেন নরেন্দ্র মোদি; জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কাশ্মীর ইস্যু এবং ভারত অধিকৃত অঞ্চলের পরিস্থিতি নিয়ে সরকারের ভবিষ্যত কৌশল জাতির সামনে তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের নীতি এবং অবস্থান জনগণের সামনে তুলে ধরেন।

ইমরান খান বলেন, ‘আমি যখন ক্ষমতায় এসেছি, এ সমস্যার সমাধান করতে এবং শান্তি ফিরিয়ে আনতে চেয়েছি।আমরা সবার সাথে বন্ধুত্ব করতে চেয়েছি।আমি ভারতের সাথে সংলাপে বসতে অনেকবার চেষ্টা চালিয়েছি।প্রতিবারই কিছু সমস্যার মুখোমুখি হয়েছি।

ইমরান খান ভাষণে বলেন, ভারতে উগ্র হিন্দুপন্থী নামে পরিচিত সংগঠন আরএসএস এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুলের কারণে কাশ্মীরিরা স্বাধীনতার সুযোগ পাবে। তিনি বলেন, কাশ্মীর সমস্যা এখন আর কোনো দ্বিপাক্ষিক সমস্যা নয়। এটি এখন আন্তর্জাতিক সমস্যা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলের নজর কাড়তে পেরেছি; এটাই বড় সাফল্য। আমরা এটা নিয়ে জাতিসংঘে যেতে পেরেছি; এটাই আমাদের সফলতা।

ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা কাশ্মীরের এক ইঞ্চিও ছাড়তে রাজি নয়। আমরা কাশ্মীরের স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত লড়ব। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত