আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৫

কিস্তি তুলতে গিয়ে গাছচাপায় এনজিওকর্মীর মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নারিকেল গাছ ভেঙে মাথায় পড়ে সাথী দত্ত (৩৬) নামে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আফজাল মোল্লার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

সাথী দত্ত বেসরকারি প্রতিষ্ঠান আশা’র নগরকান্দা উপজেলার তালমা-১ শাখার জ্যেষ্ঠ ঋণ কর্মকর্তা। তিনি পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তার ৭ বছর ও ৫ বছর বয়সী দুটি ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আশা এনজিও’র ঋণের কিস্তি সংগ্রহের কাজে ওই বাড়িতে অবস্থান করছিলেন সাথী দত্ত। হঠাৎ উঠানের পাশে থাকা ৩০ থেকে ৪০ ফুটের লম্বা একটি নারিকেল গাছ তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আশা’র নগরকান্দা রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য সকল কাজ সম্পন্ন করেছি।’

নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ