আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৫৮

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: দুই মাদ্রাসাছাত্র আটক

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে পুলিশ দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে। গতকাল শনিবার রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আজ রোববার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

কুষ্টিয়া জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা আজ রোববার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিফ্রিংয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন।

জেলা পুলিশের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়েছে। বিস্তারিত প্রেস বিফ্রিংয়ে জানানো হবে।

গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।

আরো সংবাদ