আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:১৯

কৃষ্ণবাটিতে ২৫০ টি পরিবারে শাহারুল ইসলামের মানবিক সহায়তা।

মুনতাসির মামুন ।। সারাদেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। যশোরেও এর ব্যতিক্রম নয়।

যৌথ উদ্দ্যেগে এই হতদরিদ্র মানুষদের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

বুধবার বিকেলে আরবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষ্ণবাটিতে ২৫০ টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি করে আলু, ৫০০ গ্রাম করে ডাল ও তেল বিতরণ করেন তিনি।

করোনা সম্পর্কে সচেতন করছেন শাহারুল ইসলাম।

শাহারুল ইসলাম বলেন, আমার উদ্দেশ্য হলো অসহায় মানুষ গুলোর দুর্দিনে তাদের পাশে থাকা। এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে।

শাহারুল ইসলাম আরও বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা সহ বিশেষ করে বয়স্কদের শিশুদের আদলে ঘরে রাখার পরামর্শ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সালমা পারভিন কেয়া , যুবলীগ নেতা মোঃ ফিরোজ, সামাজিক ব্যক্তিত্ব মোঃ খলিল ও ডা.ফিরোজ হোসেন প্রমুখ

আরো সংবাদ