আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৪

কেশবপুরে অব্যাহত আনন্দ উল্লাশ-মিষ্টি বিতরণ। শাহীন চাকলাদার ইস্যু।

স্টাফ রিপোর্টার।। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠন আনন্দ উল্লাশ ও মিষ্টি
বিতরণ অব্যহত রয়েছে।

সোমবার সকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের ফুলের শুভে”ছায় সিক্ত হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি উপজেলা
চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর মেয়র রফিকুল ইসলাম। এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সোমবার সন্ধ্যায় পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বকুল তলা বাজারে এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মোড়লের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক খলিলুর রহমান খলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য গৌতম রায়, পৌর
আওয়ামী লীগনেতা মিজানুর রহমান ও আব্দুস সালাম খান। এদিকে শাহীন চাকলাদার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা ব্যাপী চলছে মিষ্টি বিতরণ।
গৌরীঘোনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে মিষ্টি বিতরণ করেন যুবলীগনেতা মাসুদুর রহমান, পৌর সভার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন উপজেলা ছাত্রলীগনেতা আবু হাসান।

আরো সংবাদ