কেশবপুর উপজেলার সুফলাকাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। কেশবপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার সারুটিয়া গ্রামের মৃত শাহাদাত হোসেন সরদারের পুত্র ও সুফলাকাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনিকে সোমবার রাতে সুফলাকাটী বাজার থেকে আটক করা হয়েছে। কেশবপুর থানার এস আই মোখলেছুর রহমান দৈনিক স্পন্দনকে বলেন গোলাম কিবরিয়া মনির বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কর্মকান্ডসহ, নাশকতার অভিযোগ রয়েছে। তাছাড়া সুফলাকাটী বাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার আসামী।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, আটক গোলাম কিবরিয়া মনিকে আদালতের মাধ্যমে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।