আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:২২

কেশবপুরে উপ-নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ও জেপির মনোনয়নপত্র জমা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা স্ব স্ব দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সহকারী রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের নিকট তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমাদানের
শেষ দিন। বুধবার বিকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদের পক্ষে সহকারী রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের নিকট মনোনয়নপত্র জমা জমাদেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি ও উপজেলা
চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর মেয়র রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান সহকারী রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের নিকট তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় তাঁর স্ত্রী জান্নাতুল নাইম, পৌর জাতীয় পার্টির
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনু, সদস্য গোলাম মোস্তফা ও মঙ্গলকোট ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার উপস্থিত ছিলেন। বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ সহকারী রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশীদের নিকট একই দিন সকালে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরো সংবাদ