আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৭

কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ডের কেএন-৯৫ মাস্ক বিতরণ

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥ যশোরের কেশবপুরে ওয়ার্ডের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কেএন-৯৫ মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তা ও উপজেলা খেলাঘর আসরের নেতৃবৃন্দ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১ শত কেএন-৯৫ মাস্ক বিতরণ করেন ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন। উপজেলা প্রেসক্লাবে বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। উপজেলা খেলাঘর আসরে বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, মুক্তিযোদ্ধা মনিমোহন ধর, অধ্যাপক মশিউর রহমান, সমাজসেবক উমাপদ ঘোষ প্রমুখ।

আরো সংবাদ