আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৩৪

কেশবপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

কেশবপুর  (যশোর) প্রতিনিধি ॥ যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন রবিবার সকালে কমপ্লেক্সের হলরুমে উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শিশুদের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও এএইচআই আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

আরো সংবাদ