আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:২৬

কেশবপুরে রাত পোহালেই ভোট – কে হচ্ছে মেয়র

কেশবপুর প্রতিনিধি : রাত পোহালে যশোরের কেশবপুর পৌরসভায় ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডে ইভিএম অনুশীলন-মূলক ভোট অনুষ্ঠিত হয়। ইভিএম আশানুরূপ সাড়া পড়েছে বলে দাবি করেছে উপজেলা নির্বাচন অফিস।

জানা যায়, কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে অংশ নিয়েছেন ৪ হাজার ৫৪৬ জন ভোটার। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে যশোরের কেশবপুর পৌরসভায় চতুর্থ বারের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ব্যালটে নয়, লড়াই হবে ইভিএমে। এই প্রথমবারের মতো কেশবপুর পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেয়র পদে ৩জন প্রার্থী লড়ছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কায় বর্তমান মেয়র রফিকুল ইসলাম , বিএনপি মনোনীত ধানের শীষ মার্কায় আবদুস সামাদ বিশ্বাস  ও ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কায় আবদুল কাদের । এছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৮জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ১০ হাজার ২০৮ জন পুরুষ ও ১০ হাজার ৫৬৭ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ বলেন, কেশবপুরের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক ভোটে শতকরা ২০.৫৭ ভাগ ভোটার অংশ নিয়েছেন।

পৌরসভার সাধারণ মানুষের দাবি , সুষ্ঠ নির্বাচন হলে নৌকায় বিজয় হবে ৷ কারণ বর্তমান মেয়র রফিকুল ইসলাম কেশবপুর পৌরসভায় ব্যাপক উন্নয়ন করেছেন ৷ 

আরো সংবাদ