আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:১৯

কোভিড-১৯ আক্রান্ত পরিবারের পাশে-শাহারুল ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক : বৈরি আবহাওয়া অপেক্ষা করে আজ বুধবার ১৭ জুন যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী, ভেকুটিয়া, কাঠাল তলা, কদমতলা ও সর্দার পাড়ায় বৈরি আবহাওয়া অপেক্ষা করে করোনায় আক্রান্ত পরিবার ও লকডাউনে থাকা সুবিধা বঞ্চিত মানুষের পাশে ১৫ দিনের খাবার ও বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুল ইসলাম।

যশোর জেলা করোনা মোকাবেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আরবপুর ইউনিয়নের বিভিন্ন অঞ্চল রেড জোনের আওতায় প্রায় পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনে থাকা পরিবারগুলির কর্মসংস্থান এবং আয়ের এর উৎস বন্ধ হয়ে যাওয়ায় অসহায় মানবতার জীবন যাপন করতে পারে অসহায় মানবতার জীবন যাপন করতে পারে এমন উপলব্ধি থেকেই লন্ডনের শুরুর দিকেই শাহরুল ইসলাম লন্ডনে থাকা পরিবারগুলোর মাঝে  15 দিনের খাবার পৌঁছে দেন।

এ বিষয়ে কভিড-১৯ আক্রান্ত পরিবারের সদস্যদের  শাহারুল ইসলাম বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আপনাদের পাশে থাকতে।

প্রধানমন্ত্রীর নির্দেশেই কোভিড-১৯ আক্রান্ত সকল পরিবারের পাশে আগেও ছিলাম,এখনো আছে এবং আগামীতেও থাকবো। যতদিন এই মরণব্যাধি শূন্যের কোঠায় না আসছে, ততদিন আমাদের এই মরণব্যাধির সাথে লড়তে হবে। আক্রান্ত সকল ব্যক্তি এবং সুস্থ সকলের কাছে আমার একান্ত দাবি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন সুস্থ থাকুন। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে অবহিত করুন আমি আপনাদের জন্য সর্বদা নিবেদিত। প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি সুস্থ থাকলে দেশবাসীর সেবা করতে পারবেন।

আরো সংবাদ