আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৪২

কোমলমতিদের মাঝে বই বিতরণ উৎসব দিয়ে শুরু শাহারুল ইসলামের নতুন বছর!

“ রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত- যৌবনা- যদি তেমন বই হয়। তাই বোধ করি খৈয়াম তাঁর বেহেশতের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভোলেন নি ” –
–সৈয়দ মুজতবা আলী

স্টাফ রিপোর্টার।। নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে বই উৎসব শুরু হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উল্লাসিত সারাদেশের বিদ্যালয়পড়ুয়া চার কোটি ২০ লাখ শিক্ষার্থী। ভোরের আলো ফুঁটতেই শুরু হয় যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলামের বই বিতরণ কর্মসূচি। যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়,বালিয়া ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুলেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন শাহারুল ইসলাম।

এ সময় উৎসব মুখর পরিবেশ বিরাজমান ছিল বিদ্যালয়গুলিতে। কোমলমতি শিক্ষার্থীরাও নতুন বই পেয়ে দারুণ উচ্ছ্বসিত অভিভাবকদের চোখে মুখে ছিল উপচে পড়া হাসি।

বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বালিয়া ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠানে মোঃ খান জাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন। এছাড়া বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দও উপস্থিত ছিলেন। বই বিতরণ শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও শ্রেষ্ঠ মাতাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

পুলেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বই উৎসবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সভাপতি শাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় বুধবার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। এজন্য দেশের প্রতিটি বিদ্যালয়ে লেগেছে উৎসবের ছোঁয়া। খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বই নিয়ে, হাসিমুখে। বছরের শুরুর দিনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বই উৎসব দিবস।

এবছর সারাদেশে ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার নতুন বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৫৪ লাখ ২ হাজার ৩৭৫টি বই এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এনসিটিবির সহযোগিতায় টানা ১০ বছর ধরে বিনামূল্যে পাঠ্যবই প্রদানের কার্যক্রম পরিচালনা করে আসছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২০১০ সাল থেকে সরকার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও এসএসসি (ভোকেশনাল) স্তরে বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছে।

আরো সংবাদ