আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:০৫

সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে ডিবির এসআই মফিজুল পুরস্কৃত

খানজাহান আলী 24/7 নিউজ : যশোরে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ মফিজুল ইসলাম, পিপিএম কে মার্চ/২১ মাসে যশোর জেলায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও পুলিশিং কাজে সাফল্য অর্জনের পুরষ্কার দিয়েছে যশোর জেলা পুলিশ।

আজ ২৫ এপ্রিল যশোর পুলিশ লাইন যশোরে মাসিক কল্যান সভায় এসআই মফিজুল ইসলামকে এ পুলিশিং কাজে সাফল্য অর্জনের পুরষ্কার হিসেবে পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এসময় তার হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন সিআইডির পুলিশ সুপার জাকির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিবিআই এর পুলিশ সুপার জনাব রেশমা শারমিন সহ জেলার উর্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

মূলত মার্চ/২০২১ খ্রিঃ কয়েকটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলা উদঘাটন করেছেন এসআই মফিজুল ইসলাম। চাঞ্চল্যকর ঐসব মামলার মধ্যে মূলত মার্চ/২০২১ খ্রিঃ মোট ২১ জন আসামীকে গ্রেফতার করেছেন। মার্চ/২০২১ এ তিনি মোট ৫ টি ব্যাটারি চালিত ভ্যান গাড়ী ও ২,২০,০০০ টাকা মূল্যের ভ্যানগাড়ীর সরঞ্জাম, ছিনতাই হওয়া ব্যাটারি চালিত ভ্যান, হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা দা, হত্যাকান্ডে ব্যবহৃত গাছের ডাল, ২ রাউন্ড গুলি, ১ টি সাটারগান, ২ টি রাম দা, ১ টি মোটর সাইকেল, ০৩ টি মোবাইল, ১টি ৭.৬৫ পিস্তল ২ রাউন্ড গুলি এবং ১ টি ম্যাগজিন উদ্ধার করেছেন তিনি।

মার্চ/২০২১ খ্রিঃ কেশবপুর থানাধীন গত ০১ জানুয়ারি ২০২১ তারিখেরে মামলা নং ০২, ধারা-৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড ( ভ্যান চালক ইদ্রিস আলী (১৪) কে অজ্ঞাত ছিনতাইকারীরা মাথায় আঘাত করে হত্যা করে ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়) এবং যশোর কোতয়ালী থানার মামলা নং ৬০ (২) ২০২১ ধারা-যংযোজিত ধারা ৩০২/৩৪ পেনাল কোড ( চুয়াডাংগা ষ্ট্যান্ডে প্রকাশ্যে দিবালোকে কোরবান আলী পচাকে কুপিয়ে হত্যা) মামলার রহস্য উদঘাটন করেন এসআই মফিজুল ইসলাম।

পুরষ্কার পেয়ে যশোরে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ মফিজুল ইসলাম পিপিএম বলেন, “যশোর জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যান সভায় মার্চ/২১ মাসে যশোর জেলায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘটক হিসেবে আমাকে পুরষ্কৃত করায় আমি আনন্দিত ও উৎসাহিত। আগামী দিনেও আমি সাহসের সাথে দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ সকল মামলার রহস্য উদঘটনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব।”

আরো সংবাদ