আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:০৬

খদ্দের সেজে ‘পার্লারে’ পুলিশ, আটক তিন নারী

অরিন্দম শেঠী (তামিলনাড়ু) : পার্লারে চলছে অসামাজিক কার্যকলাপ। আর সেটা ধরতেই খদ্দের সেজে ম্যাসাজ পার্লারে যেতেন ভারতের তামিলনাড়ুর পুলিশ কর্মকর্তারা। অবশেষে তারা হাতেনাতে ম্যাসাজ পার্লারের আড়ালে হওয়া অসামাজিক কার্যকলাপ ধরে ফেলেন। গত সোমবার তল্লাশি চালিয়ে সেখান থেকে তিন নারীকে আটক করা হয়। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর নাগেরকয়েল জেলার।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এএসপি জওহরের নেতৃত্বে এই তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর পরে তিন নারীকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ জানায়, মূল অভিযুক্তের নাম আলেকজান্ডার। তার বাড়ি কেরালায়। কয়েক বছর আগে নাগেরকয়েলে ওই ম্যাসাজ পার্লার খোলেন। সেখানে অসামাজিক কাজের জন্য পুদুচেরি, তিরুপ্পুর এবং অরণি থেকে তিন নারীকে আনা হয়েছিল।

আরো সংবাদ