আজ - বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৫৯

খুলনায় প্রকাশ্যে যুবক কে গুলি করে হত্যা।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাদিকুর রহমান রানা ওরফে বিহারী রানা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে হত্যাকাণ্ডটি ঘটে। নগরীর সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বিহারি রানা নগরীর ফেরিঘাট দেবেন বাবু রোড এলকার শেখ মোহাম্মদ ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে দুর্বৃত্তরা ময়লাপোতা মোড়ের আহছানউল্লাহ কলেজের সামনে বিহারী রানাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালাই। এসময় একটি গুলি বিহারী রানার গলায় ও আরেকটি গুলি তার বুকে বিদ্ধ হয়। ফলে ঘটনাস্থলেই বিহারী রানার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে

পুলিশ আরো জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্যের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। নিহত বিহারী রানার বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানায় একাধিক মামলা রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত